বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মুখে নতুন আলো ছড়িয়ে দিয়েছে হামজা চৌধুরী। গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করা হামজার একটি গোল ছিল অসাধারণ বাইসাইকেল কিক। সেই খেলা সরাসরি দেখেছেন বাংলাদেশ সফরে থাকা আয়ারল্যান্ডের ক্রিকেটাররা।
মিরপুর শেরে বাংলার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হ্যারি টেক্টর, আয়ারল্যান্ড দলের প্রতিনিধি হয়ে আসেন। ফুটবল প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ফুটবল? অবিশ্বাস্য, স্রেফ অবিশ্বাস্য।
আমরা সবাই মিলে অ্যান্ডি বালবার্নির রুমে বসে ম্যাচটি দেখছিলাম। প্রথমার্ধ মিস করেছি, কিন্তু দ্বিতীয়ার্ধ যাতে মিস না হয়, তাই দ্রুত রুমে ফিরে আসি। হামজার দ্বিতীয় গোল দেখার পর আমরা আশা করেছিলাম তৃতীয় গোলও হবে।
তিনি আরও বলেন, আজ রাতে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এটা একটি বড় ম্যাচ হতে যাচ্ছে এবং আমরা খুবই রোমাঞ্চিত।
নিজ দেশ আয়ারল্যান্ডের ফুটবল উন্মাদনা সম্পর্কে হ্যারি টেক্টর বলেন, আমার মনে হয়, একমাত্র ফুটবলই আমাদের দেশের সবাইকে একত্রিত করতে পারে। এটা আমাদের জাতীয় গৌরবের অংশ। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আমাদের দলকে বিশ্বকাপে দেখতে। আশা করি তারা সফল হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন