বাংলাদেশ–ভারত ফুটবল দ্বৈরথ আবারও উত্তেজনার সঙ্গে ফিরে এসেছে। তবে লাল-সবুজরা ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছরের জয়ের অভাবের আক্ষেপ আজ ঢাকায় দূর করতে চায়।
আজ রাত ৮টায় বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে। এটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, এছাড়াও অনলাইনে বঙ্গবিডির সাবস্ক্রিপশনের মাধ্যমে খেলা দেখা যাবে।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ঘরের মাঠে শেষ ম্যাচের আগে আবেগের প্রকাশ ঘটালেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, এটা অনেক আবেগের ম্যাচ, হাইভোল্টেজ ম্যাচ।
বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক এবং সবার জন্যই ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।
ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, দুই দেশের ২৭টি স্বীকৃত ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১ বার, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ বার, বাকি ১৩ ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ড্র এবং একটি ভারতীয় জয় রয়েছে। বাংলাদেশের শেষ জয়টি এসেছে ২০০৩ সালে ঢাকা সাফ চ্যাম্পিয়নশিপে।
এর আগে, চলতি বছরের মার্চে দুই দল মুখোমুখি হয়েছিল ভারতের মেঘালয়ের শিলংয়ে, যেখানে গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন