মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৩:১৩ পিএম

তিন হাজারের সাইকেলের নিরাপত্তায় চার হাজারের তালা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৩:১৩ পিএম

তিন হাজার টাকা দামের সাইকেলের চুরি ঠেকাতে চার হাজার টাকা দামের তালা। ছবি- রূপালী বাংলাদেশ

তিন হাজার টাকা দামের সাইকেলের চুরি ঠেকাতে চার হাজার টাকা দামের তালা। ছবি- রূপালী বাংলাদেশ

তিন হাজার টাকার বাইসাইকেলের নিরাপত্তায় চার হাজার টাকার তালা লাগিয়েছেন রবিউল ইসলাম উজ্জ্বল নামে এক যুবক। মূলত চুরি থেকে রক্ষা করতে ও জনসচেতনতা সৃষ্টির জন্য এ কাজ করেছেন তিনি।

রবিউল ইসলাম সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুনজিতপুর এলাকার বাসিন্দা। পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক। পাশাপাশি নার্সারিতে চারা গাছের ব্যবসা করেন এবং বিভিন্ন বাসায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন।

রবিউল ইসলাম ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি সাতক্ষীরা শহরে চুরির ঘটনা বেড়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ইতোপূর্বে দুবার সাইকেল চুরি হয়েছিল রবিউলের। এখনো আতঙ্কে আছেন। এ অবস্থায় তিন হাজার ৫০০ টাকায় পুরনো সাইকেল কিনে সেটিকে রক্ষায় চার হাজার টাকার তালা ও শিকল কিনেছেন। তার ভাষায়, ‘সাইকেলের চেয়ে এখন তালার দাম বেশি।’

রবিউল ইসলাম বলেন, আমার দুবার সাইকেল চুরি হয়েছে। পরে আরেকটি কেনার পর দুবার চুরির চেষ্টা হয়েছে। বাধ্য হয়ে জাহাজের শিকল ও দামি তালা কিনে সেটিকে রক্ষা করছি। দুটি হারানোর পর তিন হাজার টাকায় এই সাইকেল কিনেছি। এটি রক্ষায় তালা ও শিকল মিলে খরচ হয়েছে চার হাজার টাকা। এখন ভাবছি, সাইকেলে মিউজিক লাগাব। যাতে স্পর্শ করলেই বেজে ওঠে। বর্তমানে বড় শিকল ও তালা দেখে আমার সাইকেল শহরের সবাই চেনে। আশপাশের কেউ একই রঙের সাইকেল চালালেই লোকজন বলে—এটা রবিউলের না? তাই এখন আর কেউ চুরি করতে পারে না।

সাতক্ষীরা বড় বাজারের পারভেজ হার্ডওয়্যারের মালিক পিকু বরকতউল্লাহ বলেন, চুরি ঠেকাতে গত কয়েক মাস তালা ও শিকল বিক্রি বেড়েছে। আমাদের দোকানে এক হাজার ৫০০ টাকার তালা বিক্রি হচ্ছে, আর জাহাজের শিকলের কেজি ২৫০ টাকা। মানুষ এখন সাইকেল রক্ষা করতে এগুলো কিনছে।

স্থানীয় লোকজন বলছেন, বাইসাইকেল, মোটরসাইকেল ও বাসাবাড়িতে চুরির ঘটনা এখন সাতক্ষীরার শহরে নিত্যদিনের। গত কয়েকদিনে সাংবাদিক, ব্যাংকার ও জুয়েলারি ব্যবসায়ীর বাড়ি থেকে অন্তত তিন কোটি টাকার মালামাল চুরি হয়েছে। যার কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় কেউ বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন, কেউ কিনছেন শিকল, আবার কেউ স্মার্ট সিকিউরিটির কথা ভাবছেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মুকিত হাসান খান বলেন, চুরি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। চোর শনাক্তের সর্বোচ্চ চেষ্টা চলছে। চুরি-ডাকাতি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!