টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং বা ছক্কা হাঁকানোয় একসময় বেশ পিছিয়ে ছিল বাংলাদেশ দল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দারুণ এক রেকর্ড গড়েছে টাইগার ব্যাটাররা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এই বছর ছক্কা মারার তালিকায় বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ!
এখন পর্যন্ত খেলা ২৪ ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা হাঁকিয়েছেন ১৭১টি ছক্কা। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, পাওয়ার হিটিংয়ে কতটা উন্নতি করেছে বাংলাদেশ। শুধু উন্নতিই নয়, তারা ভেঙে দিয়েছে টি-টোয়েন্টিতে নিজেদের আগের সব রেকর্ড।
২০২৪ সালে বাংলাদেশ দল ১২২টি ছক্কা মেরেছিল। চলতি বছরে সেই রেকর্ড ইতিমধ্যেই পেরিয়ে গেছে টাইগাররা এবং সংখ্যাটি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
ছক্কা হাঁকানোর এই তালিকায় বাংলাদেশের সামনে কেবল একটি দলই রয়েছে—তারা হলো পাকিস্তান, যারা ২৬ ম্যাচে ১৯০টি ছক্কা মেরে তালিকার এক নম্বরে আছে।
অন্যদিকে, এই তালিকার অন্য বড় দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ (১৫ ম্যাচে ১৪৮ ছক্কা) আছে ৩ নম্বরে, অস্ট্রেলিয়া (১১ ম্যাচে ১১১ ছক্কা) ৪ নম্বরে। এবং ইংল্যান্ড (১২ ম্যাচে ১০০ ছক্কা) রয়েছে ৫ নম্বরে।
অপরদিকে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত (১২ ম্যাচে ৯৪ ছক্কা) রয়েছে ৭ নম্বরে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন