ময়মনসিংহের নান্দাইলে বাঁশঝাড়ে উঠে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খারুয়া ইউনিয়নের নাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাবুল মিয়া উপজেলার নাগপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে পাতা পাড়তে ওঠেন। এ সময় বিদ্যুতের মেইন লাইনের তারে বাঁশ জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে খাদের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা নিহতের পরিবারকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাবুলের এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের ছেলে মো. ইব্রাহীম মিয়া বলেন, ‘আমি সকালে স্থানীয় হাটশিরা বাজারে ছিলাম। এ সময় প্রতিবেশীরা ফোন করে আমার আব্বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে আছেন খবরটি জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। নান্দাইল থানায় একটি অপমৃত্যুর (ইডি) মামলা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন