ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ আভিযানিকদল বিশেষ তথ্যের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি সদস্যরা প্রায় ০৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন