চট্টগ্রামের লোহাগাড়ায় ডলু নদী তীরবর্তী সড়কে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদ্য সংস্কার ১৩০ ফুট সড়ক এক মাসের মাথায় ধসে গেছে। ফলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের এক নাম্বার ওয়াডের ছুটারপাড়া এলাকায় এ ধস দেখা দিয়েছে। এতে পাশের জমি দিয়ে চলাচল করছে ১০ গ্রামের ৩০ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মাস আগে পুঁটিবিলা ইউনিয়নের ছুটারপাড়া ইসহাক মিয়ার বাড়িসংলগ্ন ডলু খালের তীর দিয়ে চলাচলে ১৩০ ফুট সড়ক সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। সংস্কারের এক মাসের মাথায় সামান্য বৃষ্টিতে সড়কটি খালে ধসে পড়ে। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার পুঁটিবিলা ছুটারপাড়ায় সড়কটি ধসে পাউবোর দেওয়া জিও ব্যাগসহ নদীতে ধসে গেছে। ফলে সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এলাকার ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ সড়কের পাশে জমি দিয়ে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা করিম বলেন, ‘সংস্কারের সময় নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ করেছে, তাই এখন সড়ক ধসে পড়ে গেছে। এলাকার কেউ মারা গেলে আমরা তার মরদেহটা পর্যন্ত রাস্তাটা দিয়ে নিয়ে যেতে পারি না।’
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, গত কিছু দিন আগে কাজটি শেষ করে কাউকে বুঝায় না দিয়ে চলে যায় ঠিকাদার। এখন এটি ধসে পড়ে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।
চট্টগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানান, সড়কটি ধসে পড়ার খবর শুনেছি। দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন