শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৪৯ এএম

হোম ম্যাচে বাংলাদেশের নাটকীয় হার

জয়ের স্বপ্ন নিয়ে হংকংয়ে গেলেন হামজারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৪৯ এএম

জয়ের স্বপ্ন নিয়ে হংকংয়ে গেলেন হামজারা

এশিয়ান কাপ বাছাইপর্বে হোম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চ জিততে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারলেন হামজা-শমিতরা। এই হারের হতাশার রেশ না কাটতেই গতকাল হংকংয়ের বিমান ধরলেন তারা। আগামী ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিদেশের মাটিতে লড়াইয়ে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। এই গ্রুপ থেকে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। সিঙ্গাপুর ও ভারতের ম্যাচ ড্র হওয়ায় কাগজে-কলমে আশা টিকে আছে বাংলাদেশের। ঘরের মাঠে হতাশাজনক হার দলকে কঠিন সমীকরণের সামনে ফেলে দিয়েছে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে সামনে হাতে থাকা তিনটি ম্যাচই জিততে হবে। ভারত, সিঙ্গাপুর ও হংকংকে হারাতে হবে তাদের।

হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচের আগে তিন দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। হংকংয়ের আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে এই সময়কে কাজে লাগাতে চান কোচ ও খেলোয়াড়েরা। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ঘরের মাঠে হারের হতাশা কাটিয়ে সামনে তাকাতে চান। তিনি বলেন, ‘ঘরের মাঠে আমরা ভালো ফল পাইনি, কিন্তু সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সবাই জয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যরে সেরাটা দিতে চাই।’ জামাল আরও বলেন, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান যখন একসঙ্গে ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছিÑ আমরা যখন নামব, তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। চারজনই শুরুর একাদশে খেলতে চাই।

সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’ বাংলাদেশ অধিনায়ক জামাল স্পষ্ট জানিয়ে দিলেন, মাঠে না থাকাটা তার জন্য কষ্টকর বিষয়। তিনি বলেন, ‘আমি যখন না খেলি, সেটা তো ভুলÑ এটা আমি বলব। আমি তো সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিন শেষে কারা খেলবে সেটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’ শেষ মুহূর্তে গোল হজমের প্রবণতা নিয়ে জামালের আক্ষেপ, ‘এই দলের একটা হিস্টরি আছেÑ আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। ম্যাচের আগে আলাপ হয়েছিল, পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছিলাম, যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, পুরো সময় ফোকাস রাখতে হবে।

কিন্তু আমরা পারিনি।’ ‎এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। এ প্রসঙ্গে জামাল বলেন, ‘আমাদের হাতে তিন ম্যাচ আছে। তিনটি ম্যাচই জিততে হবে। ১ পয়েন্ট হারালেই বিদায়। কিন্তু জেতা সম্ভব হবে না কেন?’ ‎সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামাল বলেন, ‘সমর্থকদের ধন্যবাদ। তাদের ৩ পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও ৩ পয়েন্ট, ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারব।’

রূপালী বাংলাদেশ

Link copied!