ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড হাতছানি দিচ্ছে কিলিয়ান এমবাপ্পের সামনে। তবে এই রেকর্ডের দিকে নজর দিচ্ছেন না এই তারকা ফরোয়ার্ড। তার ভাবনায় এখন ২০২৬ বিশ^কাপ। ইউরোপিয়ান অঞ্চলের বিশ^কাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে আজারবাইজান ম্যাচের আগে এমবাপ্পে বলেছেন, তার ভাবনাজুড়ে শুধুই দলকে বিশ^কাপের খেলার টিকিট এনে দেওয়া। বাছাইয়ে আগের দুটি ম্যাচেই জয় পাওয়া ফ্রান্স আজারবাইজান ম্যাচ জিতে বিশ^কাপের দিকে এগিয়ে যেতে পারে আরেক ধাপ। এমবাপ্পেও আরেকটু এগোতে পারেন রেকর্ডের দিকে। ফ্রান্সের সর্বকালের সফলতম গোল স্কোরারের তালিকায় গত মাসেই থিয়েরি অঁরিকে পেরিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ৫২ গোল করা তারকার সামনে এখন অলিভিয়ের জিরু।
তাকে ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর ৫ গোল। এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয়, রেকর্ডটি আমারই হবে। কখন হবে, জানি না। এসব নিয়ে ভাবতেও চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ^কাপে কোয়ালিফাই করা।’ তিনি আরও বলেন, ‘রেকর্ড এমনিতেই হয়ে যাবে। যখন হবে, তখন অবশ্যই উচ্ছ্বসিত হব এবং এরপর সামনে তাকাব। কারণ আরও কাজ বাকি আছে। এই দল (আজারবাইজান) ইউক্রেনের সঙ্গে ড্র করেছে। কাজেই আমরা গুবলেট পাকাতে পারি না। আমার গোল করার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে।’
সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে এমবাপ্পের। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরুটা করেছেন দারুণ তিনি। ৮ ম্যাচে ৯ গোল করে লা লিগায় গোলের তালিকায় আছেন সবার ওপরে। ক্লাব ও দেশের হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে করেছেন ১৬ গোল। স্রেফ একটি ম্যাচে তিনি গোল করতে পারেননি।
২৬ বছর বয়সি ফরোয়ার্ড বললেন, মাঠের বাইরের জীবনের স্থিরতা ইতিবাচক প্রভাব রাখছে তার মাঠের পারফরম্যান্সেও। এমবাপ্পে বলেন, ‘মাদ্রিদে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি। এখানে আমি একটু বেশি রিল্যাক্সড থাকতে পারছি। এর মানে এই নয় যে ফ্রান্সকে আঘাত দিয়ে কথা বলছি। এখানে জীবনযাত্রার ধরন ভিন্ন, প্যারিসের চেয়ে হুড়োহুড়ি কম। এখানে এসে শরীর আর মনকে ঠিকঠাক করতে পেরেছি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন