টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হতাশ করছে বাংলাদেশ। এই ফরম্যাটের ক্রিকেটে খুবই দুঃসময় যাচ্ছে টাইগারদের। সংযুক্ত আরব আমিরাতে চলমান আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটাও ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে বাজেভাবে হেরে সিরিজে যাত্রা করেছে তারা। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবার আফগানদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরতে চায় লাল-সবুজের জার্সিধারীরা। সিরিজে ফিরতে দল আত্মবিশ^াসী বলে জানান বাংলাদেশ অধিনায়ক মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার আত্মবিশ^াস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে তারা। সামনে সিরিজের আরও দুটি ম্যাচ বাকি। ২০২৭ বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করতে বাংলাদেশের জন্য আফগান সিরিজ জেতা খুবই গুরুত্বপূর্ণ। তবে আশা ছাড়ছেন না মিরাজ। তিনি বলেন, ‘আমাদের সুযোগ আছে। এক ম্যাচ গেছে, আরও দুটি বাকি আছে। কিছু ভুল করেছি, যত দ্রুত সম্ভব এগুলো থেকে শিখব। আমি আত্মবিশ্বাসী, ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’
প্রথম ম্যাচে ২২১ রানের স্কোর গড়েছিল বাংলাদেশ। এই স্কোর নিয়ে কী আর জয়ের আশা করা যায়? আফগানিস্তান আর বাংলাদেশের ব্যবধানটা গড়ে দিয়েছে ব্যাটিংই। আরও নির্দিষ্ট করে বললেÑ জুটি গড়া। আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য দেওয়ার পথে বাংলাদেশ পেয়েছিল মাত্র একটি বড় জুটি। তাওহিদ হৃদয়ের সঙ্গে মিলে তৃতীয় উইকেটে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেছিলেন ১৪১ বলে ১০১ রান। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ জুটি? সেটি হৃদয় আর সাইফ হাসানের ৪০ বলে ২৮ রান! অন্যদিকে, রান তাড়ায় নেমে আফগানিস্তানের কোনো জুটি শত রান ছাড়ায়নি। তবু তিনটি জুটি ৫০ পেরিয়েছে।
আর সেটাই যথেষ্ট ছিল ম্যাচ জেতার জন্য। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান শুরু করেছিলেন ৫২ রানের জুটি দিয়ে। এরপর তৃতীয় উইকেটে গুরবাজ ও রহমত শাহ ১১১ বলে ৭৮ রান যোগ করে ম্যাচটা প্রায় মুঠোয় নিয়ে নেন। দুজনই ৫ বলের মধ্যে আউট হয়ে গেলে কিছুটা চাপ তৈরি হয়েছিল। কিন্তু তখনই আজমতউল্লাহ ও শহিদির ৫৯ রানের জুটি আফগানিস্তানকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে আর ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। মিরাজ জানান, ‘শেষ দিকে আমরা জুটি পাইনি। সেখানেই সমস্যাটা হয়েছে।
এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল।’ মিরাজ আফসোস করে বলেন, ‘যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো। আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’ প্রথম ম্যাচের হতাশা ভুলে আজ ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের মেলে ধরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। জয় ছাড়া বিকল্প ভাবছেন না মিরাজরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন