বগুড়ায় শারদীয় দুর্গাপূজার দশমীর দিন পূজাম-পের পাশে মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন। গতকাল শুক্রবার শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজাম-পের পার্শ্বে ওই ৫ যুবক মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে গত দুই দিনে ৩ যুবকের মৃত্যু হয়।
নিহতরা হলো- উপজেলার খোট্টপাড়ার পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমান ম-লের ছেলে মিজানুর রহমান ম-ল ওরফে লিটন (৪০), একই এলাকার সোনারপাড়ার আব্দুল হান্নান খোকার ছেলে নাছিদুল ইসলাম (২৭) এবং একই এলাকার সুলতান মাহমুদের ছেলে আব্দুল মানিক (৩০)। হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছে- একই গ্রামের আল কাফী (৩০) ও রঞ্জু মিয়া (২৮)।
ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, শারদীয় দুর্গাপূজার দশমীর দিন (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নাছিমুল ইসলামসহ ৫ জনে ধর্মশালা পূজাম-পের পার্শ্বে মদ পান করে। এরপর তারা অসুস্থ হয়ে বমি করতে থাকে। পার্শ্বের লোকজন তাদের ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মিজানুর রহমান, বৃহস্পতিবার রাতে নাছিমুল এবং গতকাল শুক্রবার দুপুরে মানিকের মৃত্যু হয়। অসুস্থ আব্দুল আল কাফী এবং রঞ্জু মিয়া মেডিকেলে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, মৃত্যুর ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন