পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুপারি পাড়তে গিয়ে মো. বায়েজিত মুনতাহা হাওলাদার (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রণগোপাদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের হাজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিত হাওলাদার পরিবারের একমাত্র সন্তান এবং ২২ নং মধ্যগুলি আউলিয়াপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বায়েজিত দুপুরে বাড়িতে খাওয়ার পর স্কুল মাঠে খেলছিল। ওই সময় স্থানীয় এক নারী তাকে নিজের গাছের সুপারি পাড়তে নিয়ে যান। সুপারি ধরার সময় অসাবধানতায় বায়েজিত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই শিবলু জানান, বায়েজিতের মা দুই বছর আগে মারা গেছেন। হঠাৎ শুনতে পান, কোনও মহিলা তাকে টাকার লোভ দেখিয়ে গাছের ওপর উঠিয়েছিল, যার ফলে দুর্ঘটনা ঘটে।
দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনার পর হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন