গোঁফ রেখে ‘সোলজার’ সিনেমার নতুন লুক প্রকাশ করলেন চিত্রতারকা শাকিব খান। গতকাল সকালে প্রকাশিত তার এই লুক দেখে চমকে গেছেন নেটিজেনরা! তিন দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছিল এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস, যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশ। এবার লুক প্রকাশ করে হইচই ফেলে দিলেন এই তারকা অভিনেতা।
স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না। তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে শাকিব ভক্তরা বলছেন, তাকে অবিকল বলিউড অভিনেতা রণবীর কাপুরের মতো লাগছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টার নিয়ে নানা ধরনের পোস্ট দেখা যাচ্ছে।
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এ ছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ। সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন