নওগাঁর রাণীনগর উপজেলার কামতা সত্যেন্দ্রনাথ (এসএন) উচ্চ বিদ্যালয়ের চারজন অভিভাবক সদস্য পদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে বিদ্যালয়ের চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেনÑ এনামুল হক রানা, সোহেল রানা, আলমগীর হোসেন। আর দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারিতে এনামুল হক নির্বাচিত হন। ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ২৭২ জন। এর মধ্যে ২১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. শফিউল আলম। তিনি সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন