শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পুবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৬:৪২ পিএম

অনুমোদনের তোয়াক্কা না করে স্কুল মাঠে মেলা

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৬:৪২ পিএম

দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে মেলা চলছে । ছবি- রূপালী বাংলাদেশ

দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে মেলা চলছে । ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর পূবাইলে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে মেলার আয়োজন করতে দেখা গেছে। পূবাইল উচ্চ বিদ্যালয় এবং পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। পূবাইল বাজারের রাধা মাধব কেন্দ্রীয় মন্দির কমিটির সকলের সমন্বয়ে মেলাকে সফল করার জন্য ব্যাপক আঙ্গিকে কাজ চলছে, অথচ শিক্ষা অধিদপ্তর থেকে স্কুল মাঠে মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার (১০ অক্টোবর) থেকে মেলা শুরু হয়েছে। মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, মেলা চলবে তিনদিনব্যাপি। তবে স্থানীয়রা বলছে, এই মেলা সাতদিনব্যাপি চলার কথা রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ওই মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ. কে. এম. ফজলুল হক মিলনে। সেই সাথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুধু তা-ই নয়, শিক্ষা অধিদপ্তরের অনুমতি না থাকলেও তোড়জোড়ে চলছে মেলা।

পূজার ছুটি শেষ হয়ে বুধবার (৮ অক্টোবর) থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু পূবাইল উচ্চ বিদ্যালয় এবং পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজনের প্রস্তুতি চলায় শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। এমতাবস্থায় শিক্ষা কার্যক্রমের বিঘ্ন ঘটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

মেলা মাঠে দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিবেদকের কথা হয় সুমন নামে একজন অভিভাবকের সাথে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিরুপায়। কার কাছে বিচার দিবো? ক্ষমতা দেখিয়ে মেলার আয়োজন করলো। কেউই কোনো ব্যবস্থা নিলো না, বরং মেলায় সকলে সহোযোগিতা করলো।

এ বিষয়ে মেলা আয়োজক পূবাইল বাজারের রাধা মাধব কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বাবু গোবিন্দ পোদ্দার বলেন, আমরা তিনদিন মেলা করার অনুমতি পেয়েছি। অনুমতি কার কাছ থেকে পেয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি পুরোপুরি বিষয়টি জানি না ৷ এই বিষয়টি বলতে পারবে।

এ বিষয়ে মেলা আয়োজক পূবাইল বাজারের রাধা মাধব কেন্দ্রীয় মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গোপাল দাস শান্ত বলেন, শত বছর ধরে আমরা এই পূজা করে আসছি। আগে অনুমতি লাগেনি। এখন লাগে তাই প্রশাসন থেকে অনুমতি নিয়েছি। তবে জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নেয়া হয়নি।

গাজীপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল মামুন তালুকদার বলেন, আমি বিষয়টি অবগত ছিলাম না। এই বিষয়ে আমি কিছুই জানি না। এখনই জানলাম। আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বন্ধ করে অনুমোদনবিহীন ভাবে কেউই মেলা করতে পারে না। আমি তদন্ত করে দেখবো কিভাবে মেলার আয়োজন করা হলো।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, পূবাইলে একটি মেলা করার অনুমতি চেয়ে আবেদন পেয়েছিলাম। সেই সুবাদে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাপেক্ষে তিনদিন ব্যাপী মেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে। তবে সে মেলা যেখানে করবে সেই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা এই বিষয়টি আমার জানা নেই। কারণ আমরা শুধুমাত্র আইনশৃঙ্খলার বিষয়ে অনুমতি দিয়েছি। তবে সেটাও মেলা উদযাপনের কিছু শর্ত সাপেক্ষে। তিনদিনের বেশি মেলা করার কোনো সুযোগ নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!