সিলেটবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। রেলওয়ের টিকিট সাধারণ যাত্রীদের নাগালে আনতে হবে, ট্রেনের বগি ও ট্রিপ সংখ্যা বাড়িয়ে শিডিউলে পরিবর্তন আনতে হবে, বিমানের ভাড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নির্ধারণ করতে হবে এবং অনলাইন টিকিট কালোবাজারি ও বিমান খাতে মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে।’
তিনি জানান, এসব দাবিতে আগামী ১২ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় সিলেট কোর্ট পয়েন্টে এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচিতে সিলেটের পরিবহন ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আরিফুল হক অভিযোগ করেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সিলেটের প্রতি চরম উদাসীন। এই সরকারে সিলেটের কোনো প্রতিনিধি নেই। যেখানে চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে সিলেট পেয়েছে মাত্র ৩ কোটি টাকা। এটা কোন ধরনের উন্নয়ন বৈষম্য?’
তিনি বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক বর্তমানে যান চলাচলের অনুপযোগী। সংস্কার ও সম্প্রসারণের নামে বছরের পর বছর আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের নাগালের বাইরে, কালোবাজারিরা অনলাইন থেকে টিকিট কিনে তা চড়া দামে বিক্রি করছে। বিমানেও চলছে একচেটিয়া ব্যবসা।’
এই অবস্থাকে ‘সিলেটবাসীর সঙ্গে তামাশা’ উল্লেখ করে সাবেক মেয়র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘১২ অক্টোবরের কর্মসূচি থেকে সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দেব। এই সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন