সিলেটের তেলিবাজার সংলগ্ন নিজ বাড়িতে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিতে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সকাল ৯টা থেকে শুরু হতে যাওয়া ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের চোখের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
রোববার (১২ অক্টোবর) এ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, ‘রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। এই বিশ্বাস থেকেই আমি সবসময় দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি।’
চক্ষু চিকিৎসা ক্যাম্প ছাড়াও তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৩০টি ডিপ-টিউবওয়েল স্থাপন, যা ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন স্কুল, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের জন্য বসানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি, তিনি জানিয়েছেন, সরকারি দপ্তরে প্রয়োজনীয় আবেদনও পাঠানো হয়েছে এবং আগামীকাল এসব টিউবওয়েল সরবরাহ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
শাড়ি ও কম্বল বিতরণ: শীতার্ত ও অসহায় মানুষদের জন্য শিগগিরই শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন। সমাজে যাদের সত্যিকার অর্থে সাহায্যের প্রয়োজন, তাদের খুঁজে পেতে তিনি সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক বক্তব্যের শেষ অংশে বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়ে তোলার এই প্রয়াসে আমি সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানাই। আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াই। আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলি।’
এ ধরনের কার্যক্রম শুধু চোখের আলো নয়, মানবতার আলো ছড়াবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন