গাজীপুরের কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লি. কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরীতে অবস্থিত কাদের সিনথেটিক ফাইবার্স লি. কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে ৯ দাবি উপস্থাপন করার পরও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সব শ্রমিকের বেতন ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। মেডিকেল ছুটি পাস করালে হাজিরা বোনাস থাকতে হবে। মেডিকেল ছুটি অফিসের কর্মকর্তা পাস করাতে পারবে না, চিকিৎসক পাস করাবে। মেডিকেলে সব ধরনের ওষুধ থাকতে হবে। নাইট বিল ন্যূনপক্ষে ১৫০ টাকা দিতে হবে। বাৎসরিক ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে। শ্রমিকের নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন আনার অনুমতি দিতে হবে। যারা রিজাইন দেবে তাদের রিজাইনের টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে। বিনা কারণে কোনো শ্রমিককে বের করা যাবে না। যদি কোনো কারণে শ্রমিককে বের করা হয় তাহলে চলতি মাসের বেতন এবং তিন মাস ১৩ দিনের বেতনসহ রিজাইনের টাকা বুঝিয়ে দিতে হবে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আওরঙ্গজেব খান জানান, গত মাসের বেতন ১৬ তারিখ দুপুর ১২টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য যে দাবি দাওয়া আছে তা পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা ৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন