বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১২:৫৪ পিএম

ভোলায় সাংবাদিককে ‘আগুনে পুড়িয়ে’ হত্যার হুমকি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১২:৫৪ পিএম

সাংবাদিক সাইফুল ইসলাম। ছবি:  রূপালী বাংলাদেশ

সাংবাদিক সাইফুল ইসলাম। ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে মো. সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের সাংবাদিক সাইফুল ইসলাম এর বসতবাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে প্রকাশ্য এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার (১৫ অক্টোবর) রাতে চরফ্যাশন থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ভুক্তভোগী সাংবাদিক চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকায় চরফ্যাশন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক মো. সাইফুল ইসলাম বলেন, 'শ্রমিকলীগ নেতা সবুজের স্ত্রী একটি সরকারি প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি তার স্ত্রী শ্রেণীকক্ষে দ্বিতীয় শ্রেণীর ক্লাসে তার শিশু কন্যাকে টেবিলে বসিয়ে বাকবাকুম কবিতা পড়িয়ে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে পোষ্ট করে ক্যাপশনে লিখেন “ম্যাডাম যখন দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে বাকবাকুম পায়রা কবিতা শেখায়”এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনা নিয়ে একাধিক জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। আমি তার প্রতিবেশী হওয়ায় তার স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে আমার ইন্ধন রয়েছে এমন অভিযোগ তুলে সে আমার সাথে বিরোধ শুরু করেন। পরে শ্রমিকলীগ নেতা সবুজ আমার ওপরে ক্ষিপ্ত হয়ে আমাকে একাধিকবার মামলায় হয়রানীর হুমকি দেন।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে শ্রমিকলীগ নেতা আমার প্রতিবেশী হওয়ায় তার সঙ্গে মসজিদের সামনে দেখা হয়। তার স্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে তর্ক হয়। ওই তর্কের জেরে এলাকার মানুষের সামনে প্রকাশ্য আমাকে ও আমার বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে তিনি ওই স্থান থেকে পালিয়ে যান।

তিনি অভিযোগ করে জানান, ওই শ্রমিকলীগ নেতা আমাকে ইতোপূর্বে একাধিকবার হত্যার হুমকি দিয়েছেন, কিন্তু দ্বিতীয়বারের মতো ফের আমাকে পুড়িয়ে হত্যার হুমকি দেয়ায় আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি আইনি সহায়তা চেয়ে চরফ্যাশন থানায় একটি সাধারন ডায়েরী করেছি।

অভিযুক্ত শ্রমিকলীগ নেতা সবুজ হুমকির বিষয়ে অস্বীকার করে জানান, তাদের সাথে আমার কোন বিরোধ নাই তাকে হুমকি কেন দিবো।

চরফ্যাশন থানার (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, হুমকির ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম একটি সাধারন ডায়েরী করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!