রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের জন্য নির্দেশনা জারি করেছে রাকসু নির্বাচন কমিশন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ভোটারকে অবশ্যই নিজের ছাত্র পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। অন্যের হয়ে ভোট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট দেওয়ার আগে ভোটারের নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে ব্যালট সংগ্রহ করতে হবে। ব্যালট দেওয়ার আগে আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে।
লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে। প্রার্থীর নামের পাশে থাকা প্রতীকের ঘরে সরকারি নির্দেশনা অনুযায়ী ক্রস চিহ্ন দিতে হবে।
ভোটকেন্দ্রে কিছু নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ভোট দেওয়ার পর কেউ ৫০ মিটারের মধ্যে অবস্থান করতে পারবে না। ভোটকেন্দ্রে কোনো ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ। মোবাইল ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। ভোটের গোপনীয়তা রক্ষার্থে অন্য কাউকে নিজের ব্যালট দেখানো যাবে না।
ভোটারদের উদ্দেশে কমিশন আরও জানায়, ‘আপনার ভোট, আপনার অধিকার। দায়িত্বশীলভাবে ভোট দিন এবং রাকসু নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করুন। প্রার্থীদের প্রতি সহনশীলতা বজায় রাখুন, দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দিন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকুন এবং অন্যের ভোটের গোপনীয়তা রক্ষা করুন।’
এ ছাড়া কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ রাষ্ট্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, এবারের রাকসু নির্বাচনে ২৩টি পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ১৩ জন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিতসহ এখন পর্যন্ত ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
রাকসুতে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ৩০৬ জন এবং হল সংসদ নির্বাচনে ৬০০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আগামীকাল ১৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন