চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। দুপুর ২টা পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় ১১ হাজার।
নির্বাচন কমিশনার গোলাম হোসেন হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এবার চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন।
চাকসু ও হল সংসদের মোট ২৬টি পদের বিপরীতে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল সংসদে ১৪টি হল ও একটি হোস্টেলের জন্য লড়ছেন আরও ৪৯৩ জন প্রার্থী।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে, যেখানে রয়েছে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের আওতাধীন তিনটি ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৬০৩ জন। এই তিন কেন্দ্রে বুথ রয়েছে ১১৩টি। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫৩৮।
বিজ্ঞান অনুষদের ডিন ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন জানান, কেন্দ্রগুলোর মধ্যে শাহ আমানত হলের ভোটকেন্দ্রে ২ হাজার ২৪৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৪৬ জন, যা ৩৫ শতাংশ।
মাস্টারদা সূর্য সেন হলের ৫১৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১৭ জন—ভোটগ্রহণের হার ৪২ দশমিক ০৫ শতাংশ। শহীদ আবদুর রব হলের ১ হাজার ৭৭৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪০ জন—হার ৩৬ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা জানান, দুপুরের পর থেকে ভোটগ্রহণের গতি আরও বাড়ছে এবং ভোটারদের উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন