টাঙ্গাইলের বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ১৩ জন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা বাসের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে আরেকটি ঢাকাগামী ট্রাক মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছলে বাসটি ট্রাক ওভারটেক করার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৫ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, নিহত তিনজন যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন