আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যাতে না হয়, আর হলেও সেটিকে প্রশ্নবিদ্ধ করা যায়—এ লক্ষ্যেই ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৩১ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, ‘ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থার মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তবে আমি হুঁশিয়ার করে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। দেশের জনগণ প্রস্তুত আছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চ।
এতে মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি এরশাদ হোসেন আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফুল ইসলাম বুলেট ও সাধারণ সম্পাদক পরশ খান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন