চট্টগ্রাম লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. আসলাম চৌধুরী (এফসিএ)-এর পৃষ্ঠপোষকতায় সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এই সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন, এবং সহযোগিতা করে লায়ন্স চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লায়ন মো. আবু তাহের।
প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু (পিএমজেএফ)।
বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন (এমজেএফ) এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর ছিদ্দিকী (পিএমজেএফ)।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, নাজিমুদ্দৌলা, লায়ন মো. পারভেজ, কোরবান আলী শাহেদ, মোমিন উদ্দিন মিন্টু, লিও জেলা সহ-সভাপতি সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি মুনতাসির আলম, ইফতেখার আহমেদ জুয়েল, এডভোকেট জিয়া, সানি প্রমুখ।
এ সময় প্রায় ৫০০ রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৮০ জনের বেশি রোগীকে ছানির অপারেশনের জন্য বাছাই করা হয়, যাদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন