রাঙামাটি জেলা সদর ঝগড়াবিলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া জেলার খেলোয়াড় ও ক্রীড়াসংগঠকরা বলেছেন, দ্রুত বিকেএসপি স্থাপন না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ক্লাব অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপু।
বক্তারা বলেন, ‘বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপন নিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা ও গোপন ষড়যন্ত্র চলছে। সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বর্তমান জেলা প্রশাসক মিজানুর রহমান—উভয়েই পূর্বে ক্রীড়া মন্ত্রণালয়ে মতামত দিয়েছেন যে, জেলা সদর ঝগড়াবিল এলাকাটি বিকেএসপি স্থাপনের জন্য যথোপযুক্ত স্থান। আমরা আশা, করি বর্তমান প্রশাসক আগের অবস্থান থেকে সরে যাবেন না।’
বক্তারা আরও অভিযোগ করেন, একটি চক্র বিকেএসপির স্থান বদল করে জেলা সদরের বাইরে কাপ্তাই ও কাউখালীতে নেওয়ার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জেলার সব ক্রীড়ামোদী জনগণ ঐক্যবদ্ধ।’
তারা বলেন, রাঙামাটির জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু খেলোয়াড়ের দাবি—বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র যেন ঝগড়াবিলে স্থাপন করা হয়। ক্রীড়া মন্ত্রণালয়ে ‘পানি পড়া’ দিয়ে সিদ্ধান্ত বদলের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকেএসপি স্থাপন নিয়ে আর কোনো টালবাহানা রাঙামাটিবাসী সহ্য করবে না। প্রয়োজন হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন: জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা এনসিপি নেতা সহিদুল ইসলাম, প্রীতিময় চাকমা, রিপন চাকমা, দিল বাহার রায়, আব্দুল মান্নানসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি সদরেই স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন