পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিবারকে বসতবাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। পৌর শহরের ৩ নং ওয়ার্ডের সুইসগেট এলাকার মসজিদ সংলগ্ন সৌদি প্রবাসী খলিল মিয়ার পরিবারের চলাচলের পথ বাঁশের খুঁটি পুঁতে টিনের বেড়া দিয়ে আটকে দেয়া হয়।
দীর্ঘ ২৫ বছর ধরে ওই বাড়িতে বসবাসকারী খলিল সিকদার এর স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে তানিয়া বেগম জানান, গত ২০২৩ সালে তাদের বাড়ির সামনের জমি কিনে নেন সাবেক যুবলীগ নেতা ও ওষুধ ব্যবসায়ী আসিফ মাহমুদ। এরপর থেকেই তিনি চলাচলের রাস্তাটি বন্ধ করার পাঁয়তারা শুরু করেন।
তানিয়ার অভিযোগ, আসিফ মাহমুদ বিভিন্ন সময় তাদের কাছ থেকে রাস্তা ব্যবহারের জন্য ১ লাখ টাকা দাবি করেন। কথিত সালিশে তার কাছ থেকে ৫০ হাজার এবং প্রতিবেশী মনি আক্তারের কাছ থেকে ৩০ হাজার টাকা দিতে বলা হয়। তারা টাকা দিতে অস্বীকার করলে আসিফের নির্দেশে মনি আক্তারকে দিয়ে ঘরের সামনে টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়া হয়।
অবরুদ্ধ অবস্থায় পড়ে তানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ইউএনও আব্দুল কাইয়ুম সরেজমিনে গিয়ে বেড়া খুলে পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করে দেন।
এ বিষয়ে মনি আক্তার জানান, আসিফ মাহমুদের চাপেই তিনি বেড়া দিতে বাধ্য হন।
অভিযুক্ত আসিফ মাহমুদ বলেন, “আমি জমি কিনেছি, সেই জমির অংশ হিসেবেই ওই সড়ক রয়েছে। তাই আমি জমির মূল্য বাবদ টাকা দাবি করেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পথ খুলে দেয়া হয়েছে। পরিবারটি এখন স্বাভাবিকভাবে চলাচল করছে।”


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন