নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনার রূপসা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় হেলালের সমর্থকরা পারভেজ মল্লিককে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে এবং গণসংযোগস্থলের চেয়ারসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। সংঘর্ষে অন্তত ছয়–সাতজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রূপসা উপজেলার কাজদিয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা–৪ আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আজিজুল বারী হেলাল। এবারও তিনি ওই আসনে মনোনয়ন প্রত্যাশী। একই আসনে দীর্ঘদিন ধরে তৎপর রয়েছেন পারভেজ মল্লিক। এ কারণে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
গতকাল সকালে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে রূপসা উপজেলা সদরে আসার কথা ছিল পারভেজ মল্লিকের। তাকে স্বাগত জানাতে সমর্থকরা কাজদিয়া বাজারে ওবায়দুল ফার্মেসির সামনে অবস্থান নেন। এ সময় হেলালের অনুসারীরা সেখানে উপস্থিত হয়ে পারভেজপন্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টিএসবি ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘হেলাল ভাইয়ের সমর্থনে মিছিল করার সময় কিছু যুবক তাঁকে উদ্দেশ করে বাজে মন্তব্য করে। এর প্রতিবাদ করায় পারভেজ মল্লিকের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।’
অন্যদিকে পারভেজ মল্লিক বলেন, ‘সম্পূর্ণ বিনা উসকানিতে পরিকল্পিতভাবে আমার গণসংযোগ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন