নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার মদনপুরে লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে।
শ্রমিকরা জানান, গতকাল রাতে কাজে যোগ দিতে কারখানায় এলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এ সময় তিনি ছুটি চাইলে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সহকর্মীরা। কিছুক্ষণ পর মাথা ঘুরে কারখানার ভেতরেই তিনি পড়ে যান। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সকালে শ্রমিকদের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ‘লারিজ ফ্যাশনস কারখানার নারী শ্রমিক রিনার মৃত্যুর ঘটনায় অন্য শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।’

-20251103152018.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন