প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন বন্দর থানার সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুমন (৪৫)।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় প্যারোলে মুক্তি পেয়ে থানার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশ পাহারায় জানাজায় অংশ নেন তিনি।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এদিকে সুমনের গ্রেপ্তারের খবরে অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেল ৪টায় নবজাতক এবং রাত ৮টায় তার স্ত্রী হাফেজা বেগম মৃত্যু বরণ করেন।
এদিকে ছাত্রলীগ নেতা সুমন প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৫টায় স্ত্রী ও নবজাতক পুত্রসন্তানের জানাজ অংশগ্রহণ করেন। স্ত্রী সন্তানের দাফন শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সুমন বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় ২০ নম্বর ওয়ার্ড বন্দরের দড়িসোনাকান্দার নিজ বাড়িতে আসেন। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে স্ত্রী ও নবজাতকের জানাজা ও দাফনে অংশ নেন। জানাজার আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তার স্ত্রী যদি জীবদ্দশায় কারও মনে কোনো দুঃখ দিয়ে থাকেন সেজন্য ক্ষমা প্রার্থনা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন