বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘ডিজিটাল হাইজিন’ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে শেরপুর শহরের তেরাবাজারস্থ জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ শাহীনূর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি ও ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন। এ ছাড়া সংগঠনের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামিম, সদস্য সাইমনসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল হাইজিন ব্যক্তিগত নিরাপত্তা ও তথ্য সুরক্ষার সঙ্গে সম্পর্কিত আচরণবিধি, যা অনুসরণ করলে অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও তথ্য ফাঁস রোধ করা সম্ভব। তারা শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সচেতন ডিজিটাল জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন