বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রংপুর ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:৪৫ পিএম

নারী সৈনিক সেজে অনলাইনে নাজমুলের প্রতারণা

রংপুর ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:৪৫ পিএম

মো. নাজমুল হাসান জিম নারী সেজে সৈনিকের পোশাকে। ছবি- রূপালী বাংলাদেশ

মো. নাজমুল হাসান জিম নারী সেজে সৈনিকের পোশাকে। ছবি- রূপালী বাংলাদেশ

রংপুরে ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. নাজমুল হাসান জিমকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। তার কাছ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। নাজমুল হাসান জিম পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, নাজমুল কখনো সেনা, কখনো নৌবাহিনীর সদস্য, এমনকি নারী সৈনিক সেজেও অনলাইনে মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। ভিডিও কলে কখনো জিম, সুরভী, অরিন বা মিম নামে মেয়েদের কণ্ঠে কথা বলতেন। 

মেকআপ ও পরচুলার মাধ্যমে ছেলেবিষয়ক পরিচয় থেকে নারী হয়ে প্রতারণা করার ফাঁদে পড়ে বহু মানুষ। কেউ কেউ তাকে বিশ্বাস করায় অভিনব কৌশল ও প্রলোভনের মাধ্যমে জমির শেয়ার বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে জিম ১৭ লাখ ২৬ হাজার টাকা প্রতারণার মাধ্যমে গ্রহণ করেন।

র‍্যাব আরও জানায়, নাজমুলসহ তার সহযোগীরা সেনাবাহিনীর ইউনিফর্ম পরিধান করে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বাদীর সঙ্গে কথা বলতেন, বিশ্বস্ততা অর্জন করে অল্প টাকায় শেয়ার ক্রয় করার প্রলোভন দেখাতেন।

গ্রেপ্তার নাজমুলের কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম, কম্ব্যাট ড্রেস ১টি, কম্ব্যাট গেঞ্জি ১টি, ফিল্ডক্যাপ ১টি, টাওয়াল ১টি, ট্রাউজার ১টি, নৌবাহিনীর ইউনিফর্ম, সাদা ড্রেস ১টি, কম্ব্যাট গেঞ্জি ২টি, নেভি জার্সিক্যাপ ১টি, টাওয়াল ১টি, বিভিন্ন বাহিনীর বিভিন্ন কালারের ক্যান্টিন গেঞ্জি ১৫টি এবং ভুয়া এনআইডি কার্ড ৯টি, বাটন ফোন ৫টি, স্মার্ট ফোন ১টি, মেয়েদের পরচুলা ১ গোছা এবং মেকআপ সেট উদ্ধার করা হয়।

আসামি নাজমুল হাসান জিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Link copied!