বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:২৮ পিএম

দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন পাঁচ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:২৮ পিএম

কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশিরা। ছবি- রূপালী বাংলাদেশ

কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশিরা। ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ কারাভোগ শেষে অবশেষে দেশে ফিরেছেন ভারতের কারাগারে আটক থাকা পাঁচ বাংলাদেশি নাগরিক।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারত।

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ।

ফেরত আসা ব্যক্তিরা হলেন: সিলেটের জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাসির উদ্দিন (২৫), আব্দুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৭), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে ইকবাল আহমেদ (১৯) এবং মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে আবুল হোসেন (২৫)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা পাঁচ বাংলাদেশি গত ২০২৪ সালের সেপ্টেম্বরে সিলেটের জকিগঞ্জ উপজেলার উকিয়াং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সাজা ভোগ শেষে বাংলাদেশ সরকারের অনুরোধে ভারতীয় কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে দীর্ঘ সময় কারাভোগের পর তারা দেশে ফেরেন। তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই বজলুর রশিদ বলেন, ‘ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এ পাঁচ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Link copied!