জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৫ নভেম্বর) সিলেটের বেশকিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সফর্মার সংস্কার ও সংরক্ষণ এবং বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিলেট নগরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপার ও এর আশপাশের এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায় তাহলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন