বাগেরহাটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাগেরহাটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ ইউনুস, শেখ মঞ্জুরুল হক রাহাদ, সদর উপজেলা আমির ফেরদৌস আলী এবং পৌরসভার আমির শামীম আহসানসহ অনেকে।
নেতৃবৃন্দ বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন ছাড়া জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়। তারা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন