এক মাসের মাথায় চট্টগ্রামের জেলা প্রশাসক পরিবর্তন করেছে সরকার। সাইফুল ইসলামের মন্ত্রণালয়ে বদলি করে তার স্থলে নারায়াণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
এর আগে, গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেন। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একের পর এক রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসনসংশ্লিষ্টরা। এর আগেও কয়েক দফায় ডিসি পর্যায়ে পরিবর্তন এনেছে সরকার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন