কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশের পর তাদের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
স্বামীহারা জাহানারা বেগম (৫৫) চার প্রতিবন্ধী-দুই মেয়ে, এক বোন ও এক ভাগ্নেকে নিয়ে আচমিতা বাজারসংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পিছনের একটি ঘরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন।
বড় মেয়ে চাঁদনী (২৬) ও ছোট মেয়ে আঁখি (২২) মানসিক প্রতিবন্ধী, বোন মিনা আক্তার (৪৩) শারীরিক প্রতিবন্ধী, আর ভাগ্নে মনির হোসেন (৩৯) দৃষ্টি প্রতিবন্ধী।
শুক্রবার বিকেলে পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি প্রার্থী জালাল উদ্দিন।
তিনি বলেন, আমি এমপি হতে না পারলেও এই পরিবারের দায়িত্ব নেব। বিএনপি ক্ষমতায় গেলে কটিয়াদী–পাকুন্দিয়ার সব অসহায় মানুষের পাশে থাকব।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই পরিবারটির পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে তাদের চিকিৎসা, ভরণ-পোষণসহ প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হবে।
অসহায় জাহানারা বেগম বলেন, চারজন প্রতিবন্ধীকে নিয়ে খুব কষ্টে জীবন কাটাচ্ছি। অনেক সময় না খেয়েই থাকতে হয়। বিএনপির তারেক জিয়া ও জালাল ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন-আমি দোয়া করছি সবার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্নআহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, এমদাদুল হক মাসুদ, বোরহান উদ্দিন সরকার, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি মো. আসাদ রেজা, কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজাহরুল হক উজ্জল, সদস্য সচিব মো. জনিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠেনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন