কুড়িগ্রামে ধান কাটা, কৃষক ভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ধরলা ব্রিজের পূর্বপারে দিনব্যাপী নবান্ন উৎসবের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় স্থানীয় কৃষক সাইফুরের পাকা আমন ধান কেটে উৎসবের সূচনা করেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার কর্মীরা।
এরপর দুপুরে ঐতিহ্যকে লালন করতে কলার পাতায় কৃষকদের খিচুড়ি পরিবেশন করা হয়। পরে বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নবান্ন উৎসব ১৪৩২-এর সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে বক্তব্য দেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মো. রেজাউল করিম, অর্থ-সমন্বয়ক রফিকুল ইসলামসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘বাংলা ও বাঙালি জাতির ঐতিহ্য হলো নবান্ন উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা শেকড়কে হৃদয়ে লালন ও ধারণ করি।’
তিনি আরও বলেন, ‘এই উৎসবের মাধ্যমে আমরা অবহেলিত কৃষকদের একত্রিত করেছি। আমরা আমন ধানের ন্যায্য মূল্য নির্ধারণ চাই, যাতে কৃষকরা চাষ করে লোকসানের শিকার না হন। এ জন্য আগামী শুক্রবার ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম শাখার উদ্যোগে শাপলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন