ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বিজিবি এই তথ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আটকদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। তারা নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানটি সীমান্তের বাঘাডাঙ্গা, খোশালপুর ও বিওপির টহল দলের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন