সিলেটে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ছড়িয়ে পড়ার আগে ভবনের সব বাসিন্দা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয়দের ধারণা, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুবউদ্দিন জানান, ভবনের পাশের দুটি লাগোয়া ভবন রক্ষায় তারা প্রথমেই ব্যারিকেড তৈরি করেন, যাতে আগুন ছড়িয়ে না পড়ে। পরে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব নয়; তদন্ত শেষে সেগুলো জানা যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন