রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১২:৩৬ পিএম

দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে লড়লে গড়ে উঠবে সুশাসিত বাংলাদেশ : দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১২:৩৬ পিএম

সিলেটে গণশুনানিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটে গণশুনানিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি- রূপালী বাংলাদেশ

‘দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে লড়লে গড়ে উঠবে সুশাসিত ও উন্নত বাংলাদেশ’ উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু দুদকের দায়িত্ব নয়। প্রতিটি সৎ নাগরিকের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়।’

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সিলেটের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি টেকসই উন্নয়ন ও সুশাসনের সবচেয়ে বড় বাধা। মানুষ যেন হয়রানিবিহীনভাবে সরকারি-বেসরকারি দপ্তরের সেবা পায়, এটাই আমাদের লক্ষ্য। আজকের গণশুনানিতে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তার কিছু তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট অভিযোগগুলোও দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাত নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় দুদক সর্বোচ্চ সৎ ও নিরপেক্ষ ভূমিকা পালন করে যাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।

এ ছাড়া বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহিম, দুদক ঢাকা বিভাগের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং দুদক সিলেটের উপপরিচালক রেবা হাওলাদার।

গণশুনানির সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এতে জনসাধারণের অভিযোগ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। গণশুনানিতে বিভিন্ন দপ্তরের সেবা নিয়ে সাধারণ নাগরিকরা নানা অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে ধরেন। দুদক বেশকিছু অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয় এবং বাকি অভিযোগগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির আশ্বাস দেয়।

দুদক কর্মকর্তারা বলেন, জনসম্পৃক্ততাই আমাদের শক্তি। জনগণ কথা বললে দুর্নীতিবাজদের টিকিয়ে রাখা যাবে না।

অনুষ্ঠানটি আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেট। সহযোগিতা করে সিলেট জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

গণশুনানিতে সুধীজন, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সেবাপ্রত্যাশীর উপস্থিতি ছিলেন।

Link copied!