ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে হবে। তিনি বলেন, আমাদের রাজনীতি, সমাজ, কূটনীতি ও বিশ্লেষণের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। ধর্ম থেকে বিচ্ছিন্ন হলে যেকোনো সময় বিপদের মুখে পড়তে হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত ইমাম খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, গণতন্ত্র বা রাজতন্ত্র যে ব্যবস্থাই হোক না কেন, যদি রাজনীতি, সমাজব্যবস্থা ও বিশ্লেষণ ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে চেঙ্গিস খানের বর্বরতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে স্কেলের আওতায় সম্মানজনক বেতন-ভাতা ও উৎসব ভাতা নিশ্চিত করতে হবে।
সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন