আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আগামীতে ক্ষমতায় এলে প্রশাসনসহ সকল দপ্তরকে জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, বিগত সরকার আমলে লুটপাট ও দুর্নীতির শাসন কায়েম ছিল। এমপি-মন্ত্রীরা ঘাটলার মাধ্যমে দেশ পরিচালনা করত। সরকারি-বেসরকারি প্রতিটি খাতেই দাপট দেখিয়ে নানা অপকর্ম, সন্ত্রাস ও দুর্নীতি করা হয়েছে। যে কেউ এখন এ ধরনের রাজনীতি করতে চাইলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব।
তিনি আরও বলেন, আমাদের দলের একমাত্র আদর্শ মানুষের কল্যাণে কাজ করা। তাই সব সেক্টরে ক্লিন ইমেজের লোকজন নিয়োগ দেওয়া হবে। কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী বা সংশ্লিষ্ট কেউ এতে যুক্ত থাকতে পারবে না। এতে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। সভা পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, বিভিন্ন জেলায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে বিএনপি–জামায়াত সংশ্লিষ্টদের নিয়োগের কথা শোনা যায়। এমন পক্ষপাতমূলক রাজনীতি চললে জনগণ সুবিচার পাবে না। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। এতে দেশ সুশৃঙ্খল থাকবে এবং মানুষ শান্তিতে থাকতে পারবে।
তিনি আরও বলেন, পরিবর্তনের সময় এখনই। তাই দলীয় মার্কা নয়, একজন সত্ ও দক্ষ মানুষকে নির্বাচিত করা প্রয়োজন।
আগামী নির্বাচনে জোটপ্রবেশ প্রসঙ্গে তিনি জানান, আমরা একটি রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনই নাম ঘোষণা করছি না। জোট হলে আমরা মাঠে আরও শক্তভাবে নামব। এটি কেবল নির্বাচনী জোট নয়; দেশের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য রাজনৈতিক জোট হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন