মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৩৪ এএম

নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৩৪ এএম

নোয়াখালী জেলা জজ আদালত ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালী জেলা জজ আদালত ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে ৬ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করে ধানক্ষেতে পুতে রাখার ঘটনায় শিশুটির মায়ের পূর্বের স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নোয়াখালী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের ২ এপ্রিল সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শিশুটিকে বাড়ি থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয় আসামি আলাউদ্দিন (৪০), যিনি শিশুটির মায়ের পূর্বের স্বামী। পরে তাকে পাশের আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় এবং লাশ পুতে রাখা হয়।

তিন দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে শিশুর বাবা আবুল কাশেম গিয়ে লাশ শনাক্ত করেন। এরপর ৬ এপ্রিল তিনি সেনবাগ থানায় চারজনকে সন্দেহভাজন করে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে ঘটনার রহস্য উদঘাটন করে এবং আসামি আলাউদ্দিন ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪) আদালতে স্বীকারোক্তি দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর হোসেন।

রূপালী বাংলাদেশ

Link copied!