কক্সবাজারে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া নৌবাহিনী সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
সোমবার (২৪ নভেম্বর) জেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশির সময় মো. সাফায়েত উল্লাহ (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশিতে তার ব্যাগ থেকে নৌবাহিনীর ভুয়া লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, আইডি কার্ড কভার এবং ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক।
ভুয়া পরিচয়ে কেউই চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
আটক সাফায়েত উল্লাহ নেত্রকোণা জেলার মদন থানার কালিয়াটি এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন