যাত্রা মাত্র এক বছরের। এই অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’—এই স্লোগানে এগিয়ে যাওয়া দৈনিক রূপালী বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করা পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চুয়াডাঙ্গায়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশপার্ক লেনের একটি স্থানীয় দৈনিক পত্রিকার কনফারেন্স হলে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ হয়।
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু, সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপালী বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. মিঠুন মাহমুদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার চুয়াডাঙ্গার প্রতিনিধি হুসাইন মালিক এবং চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী বাংলাদেশ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আসিম সাঈদ, জীবননগর প্রতিনিধি আহাম্মেদ সগীর, সময় টিভির জেলা প্রতিনিধি মাহাফুজ মামুন, যমুনা টিভির জিসান আহমেদ, মোহনা টিভির সাইফ জাহান, আনন্দ টিভির সোহেল সোজিব, এশিয়ান টিভির আজাদ হোসেন, স্থানীয় দৈনিক খাস খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ রনি, আমাদের সময় পত্রিকার আকিমুল ইসলাম, ইত্তেফাক পত্রিকার সুস্তির জামাল, মানবজমিন পত্রিকার আওয়াল হোসেন, জনবানী পত্রিকার আহসান মামুন, সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাকিব আল হাসান, গ্রামের কাগজ পত্রিকার তুহিনুজ্জামান, শিক্ষক আব্দুস সামাদ, রাজনীতিবিদ মুকুট আহমেদসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রূপালী বাংলাদেশকে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এর মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের বিশ্বাস অর্জিত হবে। দেশের মানুষের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। রূপালী বাংলাদেশ এখন যেমন দেশের কথা, মানুষের কথা বলছে—ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সত্য বলবে, এটাই প্রত্যাশা।
তারা আরও বলেন, পাঠকেরাই একটি পত্রিকার শক্তি। তাই সবসময় পাঠকের মতামতকে গুরুত্ব দিতে হবে। তাহলেই একদিন দৈনিক রূপালী বাংলাদেশ সংবাদপত্রের লিড রোল প্লে করবে। সবাইকে একসঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল আলম সজল। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন রূপালী বাংলাদেশ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আসিম সাঈদ।


-20251126133653.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন