ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমকে খাগড়াছড়িতে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে হাজারো ছাত্র-জনতার স্রোতে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিপি বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যেই হোক, তাকে প্রতিহত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের মতো যারা আচরণ করবে, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে তাড়িয়ে দিয়েছি, তাদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে।
ভিপি সাদিক কায়েম বলেন, পাহাড়ে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি জাতিসহ সম্প্রীতি নিয়ে কাজ করবে, আমরা তাদের পক্ষেই থাকব।
তিনি আরও বলেন, মাদ্রাসায় অধ্যয়নরত সময়ের বিভিন্ন স্মৃতি চারণ করে বায়তুশ শরফ মাদ্রাসা থেকে এ দেশের নেতৃত্ব গড়ে উঠবে। এই মাদ্রাসাকে নিয়ে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে আরও দায়িত্বশীল হয়ে উঠার আহ্বান জানান।
খাগড়াছড়ি বায়তুশ শরীফ কমপ্লেক্সের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, বায়তুশ শরফ আদর্শ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান, জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন স্থানীয়রা। এ সময় মোটরসাইকেল বহরে চট্টগ্রাম হয়ে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গায় পথসভা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন