পিরোজপুরে অপহরণ পূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফেরদৌস শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকার চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. ফেরদৌস শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের আলী আক্কাস শেখের ছেলে। তিনি ২০১৯ সাল থেকে পলাতক ছিলেন। ২০১৯ সালে নাজিরপুর থানায় দায়ের করা একটি অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
র্যাব-৮-এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব দেশের বিভিন্ন অঞ্চলে পলাতক সাজাপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন