সিলেট মহানগরীতে পুলিশের তিনটি পৃথক অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জুয়ার অভিযোগে ১২ জন এবং ভারতীয় কমলা বোঝাই একটি ট্রাকসহ আরও ২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ হওয়া সামগ্রী ও ট্রাক আদালতে উপস্থাপনসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
৩ ডিসেম্বর রাতে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকায় মনিকা সিনেমা হলের বিপরীত সড়কে অভিযান চালায়। সড়কের ওপর প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— জাহাঙ্গীর আলম (২৩), বশির আহমদ (৩৮), ফারুক আহমদ (২৯), আহমদ আলী (৩২), ফয়েজ আলম রাজ (৩২), আক্তার হোসেন (৩৮), আল আমিন (৩৮) ও আব্দুল বাছিত (২৫)।
পুলিশ জানিয়েছে, তাঁদের এসএমপি অ্যাক্ট ২০০৯ অনুযায়ী আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
লাক্কাতুরায় আরও চারজন আটক- ২ ডিসেম্বর রাতে এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকা থেকে আম্বরখানা ফাঁড়ির একটি দল জুয়ার অভিযোগে আরও চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— সজিব খান (২২), আলমগীর হোসেন (২৪), টিপু সুলতান (৩০) ও মিলন দাশ (৫৮)। তাঁদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা ইতোমধ্যে আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ভারতীয় কমলাসহ ট্রাক জব্দ ও দুজনকে আটক করা হয়েছে। ২ ডিসেম্বর দুপুরে শাহপরান (রহ.) থানার একটি চেকপোস্টে ভারতীয় কমলা বহনকারী একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা জাকির হোসেন (২৬) এবং জুনায়েদ (১৮)।
পুলিশ জানায়, ট্রাক থেকে ১৬০ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা। সংশ্লিষ্ট আইনে মামলা নিয়ে মালামাল ও আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন