প্রতিষ্ঠানের ৭১ লাখ টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে বলে জানা গেছে।
ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত ইকোটেক এনার্জি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর (টেকনিক্যাল অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহিম।
সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে নগদ অর্থ ও কোম্পানির মালামাল আত্মসাতের দীর্ঘদিনের অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই তারিখে তাকে কোম্পানির সব দায়িত্ব ও পরিচালনা পরিষদ থেকে বরখাস্ত করা হয়। দায়িত্ব ছাড়ার আগেই তিনি কৌশলে মোট ৭১ লাখ টাকা আত্মসাৎ করেন।
এর মধ্যে ৬ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার একটি চেক তিনি প্রদান করেছিলেন, যা ব্যাংক কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ায় বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ইকোটেক এনার্জি লিমিটেডের অ্যাকাউন্টস অফিসার নূর নবীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আব্দুর রহিম দীর্ঘদিন কোম্পানির ডিরেক্টর (টেকনিক্যাল অ্যান্ড অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন। চাকরিরত অবস্থায় তিনি কৌশলে ভুয়া কাগজপত্র দেখিয়ে অন্য কোম্পানি থেকে মালামাল ক্রয়ের নামে ৩১ লাখ ৫ হাজার টাকা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায়কৃত ৩৩ লাখ ৬১ হাজার টাকা এবং কোম্পানির পাওনা বাবদ ভুয়া চেক প্রদান করে ৬ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।’
তিনি আরও বলেন, ‘উক্ত টাকা পরিশোধের জন্য কোম্পানির পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও তার কাছ থেকে কোনো টাকা আদায় করা সম্ভব হয়নি। বরং তিনি উল্টো অমানবিক ও অসদাচরণ করেন, যে কারণে আমরা ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি।’
ইকোটেক এনার্জি লিমিটেডের মতো প্রতিষ্ঠানে ডিরেক্টরের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এমন অপকর্ম করেছেন বলে নূর নবী উল্লেখ করেন।
তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘ইকোটেক এনার্জি লিমিটেডের নামে উক্ত ব্যক্তি আব্দুর রহিমের সঙ্গে সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।’
অভিযুক্ত আব্দুর রহিমের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল নম্বরে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন