কুষ্টিয়ায় রফি মণ্ডল (৬০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফি মণ্ডল পচাভিটা গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। আহতরা হলেন পচাভিটা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইউসুফ (৪৫) এবং একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে রফজেল (৪৬)।
দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান।
থানার এসআই বাদশা বলেন, পচাভিটা গ্রামের একটি দোকানে রফি মণ্ডল বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মুজিবুর রহমান বলেন, ‘রফি মণ্ডল নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’

-20251204212731.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন